মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১৬ ডিসেম্বর) সংগঠনটির দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে। সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো নেতা-কর্মী বঙ্গভবনে এই অনুষ্ঠানে অংশ নেবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, “মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিনটি ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট আমন্ত্রণে পালন করা গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।”
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় আন্দোলনের ধারাবাহিকতায় তারা এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। তবে এই আমন্ত্রণ ঘিরে রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের বার্তায় বিজয় দিবস উদযাপনকে বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত একটি রাষ্ট্র গড়ার সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে।