ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অপমান এবং এ দেশের ইতিহাসকে বিক্রিত করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেইজে ১৬ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস উল্লেখ করে একটি পোস্ট দেয়, সেই পোস্টকে কেন্দ্র করে তিনি এ কথা বলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে কেরানীগঞ্জ দক্ষিণ থানা শাখা বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র্যালি শেষে হাসনাবাদ এলাকায় এ মন্তব্য করেন রিজভী।
নরেন্দ্র মোদির ফেসবুক পেইজের লেখার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা বলেন, মিথ্যা তথ্য দিয়ে এদেশের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করছে ভারত। আমাদের স্বাধীনতাকে বিক্রি করতে দিবো না, আমরাই আমাদের স্বাধীনতা রক্ষা করবো। এজন্য দলীয় নেতা কর্মীদের একসাথে হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন সাজ্জাদসহ আরও অনেক।