1. live@www.dailysonalisurjo.com : news online : news online
  2. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুনিরা আছে মহাসুখে, খাচ্ছে, ঘুরছে, সেলফি তুলছে’ আজ ১৯—জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: তারেক রহমান এসএসএফ ডিজির বাসায় অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আ.লীগ : হিন্দু মহাজোট সভাপতি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান টিউলিপের কেলেঙ্কারি’তে, ব্রিটেনে তোলপাড়! নোটিশ পেয়েও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কেলেঙ্কারি সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য: জেলে পরিবারে আতঙ্ক, পেশা বদলাতে বাধ্য হচ্ছেন শত শত মানুষ

মুচকি হাসিতে ঘায়েল নেটিজেনরা, যা বললেন পিয়া জান্নাতুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

একাধারে তিনি একজন মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী। এ ছাড়া তার আরও অনেক পরিচয় রয়েছে। তিনি হলেন পিয়া জান্নাতুল। মিডিয়ার থেকে এখন তাকে হাইকোর্টের বারান্দাতেই বেশি দেখা যায়। সম্প্রতি ব্যারিস্টার ও সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন পেছনে দাঁড়িয়ে মুখ চেপে হাসি দিয়ে আলোচনায় পিয়া জান্নাতুল।

সম্প্রতি সৈয়দ সায়েদুল হক সুমন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকে কথা বলছিল, সহকর্মী হিসাবে পাশেই ছিলেন এই আইনজীবী প্রিয়া। সেখানে তাঁর মুচকি হাসিতে ঘায়েল নেটিজেনরা। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস, মিম আর ভিডিও।

যাকে নিয়ে এতো হইচই, তাঁর কানেও গিয়েছে বিষয়টি। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি বুঝি, যারা দুই সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।’

ভিডিওটি দেখে অনেক তরুণ যেন পিয়ার প্রেমে বুঁদ হয়েছেন। এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমি বুঝতে পেরেছি, যাঁরা কনটেন্ট বা রিলস তৈরি করছেন, বেশির ভাগই তরুণ-যুবক। তাঁদের আসলে জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে।’

তিনি বলেন, ‘আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।’ পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়াও মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। ২০১২ সালে চোরাবালির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। ২০১৩ সালে বাহরাইনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল প্রিন্সেস’ প্রতিযোগিতায় বিচারক ছিলেন তিনি। এছাড়া দিল্লি, প্যারিস, নিউইয়র্কের মতো বিভিন্ন শহরে অনুষ্ঠিত ফ্যাশন ‍উইকেও অংশ নিয়েছেন পিয়া।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট