রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাসচাপায় প্রকৌশলী মইদুল ইসলাম সিদ্দিক শুভ (৩৭) নিহতের ঘটনায় ঘাতক বাসটির চালককে আটক করেছে র্যাব। চালকের নাম মাহমুদ হাসান। শনিবার সকালে বরিশাল থেকে র্যাব-৮ তাকে আটক করে। বাসচাপায় নিহত মইদুল ইসলাম সিদ্দিক শুভ সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চাকরির পরীক্ষা ছিল শুভর স্ত্রী ইরানি চৌধুরীর। শুক্রবার ছুটির দিন হওয়ায় তাঁকে কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্বটি নিয়েছিলেন শুভ। কাওলা এলাকার বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেলে স্ত্রীকে বনানীতে নিরাপদে পৌঁছে দেন তিনি। এর পর আবার বাসায় ফিরছিলেন। তার আগেই রাইদা পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় মইদুল প্রাণ হারান। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরসাইকেলসহ তাঁকে ছেঁচড়িয়ে নিয়ে যায় প্রায় ১৫ ফুট। গাড়ির সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।