বাংলাদেশি মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের ৭ বছর পর রোজা আহমেদ নামের এক মেকওভার আর্টিস্টকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সামাজিকমাধ্যম ফেসবুকে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন।
অভিনন্দনবার্তার পাশাপাশি নেটিজেনদের অনেকেই নানা কথায় তাদের শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘তাহসান তার চাঁদের আলো খুঁজে পেয়েছে’, ‘তাহসানের ঘরে চাঁদ উঠেছে’। তাহসানের অনেক ভক্ত তারন সাবেক স্ত্রী মিথিলাকেও একটু খোঁচা দিয়েছেন। বাঁকা সুরে তারা লিখেছেন, ‘মিথিলার চেয়ে ভালো’, ‘জিতছেন ভাই, আপনি জিতছেন’ ইত্যাদি।
এদিকে বিয়ের খবরের সত্যতা নেই বলে জানিয়েছে তাহসান। তিনি বলেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।