তারেক রহমান দেশবাসীর কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন
যুক্তরাজ্যের লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যায় দেশবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি।
এদিন সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত এই হাসপাতালে স্ত্রীসহ মাকে দেখতে যান তারেক রহমান। হাসপাতালের প্রবেশ পথে উপস্থিত সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সন্তান হিসেবে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাই।” এ ছাড়া কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন শহরের মসজিদগুলোতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, মাদাম খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসক দল পরবর্তী চিকিৎসার পরিকল্পনা করবেন।
শুক্রবারও জুমার নামাজের পর থেকে বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল দ্য লন্ডন ক্লিনিকের আশপাশের এলাকা। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে এই হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জমায়েত হতে থাকেন।