গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী বিভাগের উপর দিয়ে। এতে করে গলে যাচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঢাকা-পাবনা মহাসড়কের বেশ কিছু অংশ। পিচ গলে যাওয়াতে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে মহাসড়কটি।
সরেজমিনে দেখা যায় মহাসড়কের হাটিকুমরুল, বোয়ালিয়া বাজার, শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড ও কাওয়াক মোড়ের রাস্তার পিচ গলে নরম হয়ে গেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহাসড়কের উল্লাপাড়া শ্রী খোলা মোড় এলাকায়। মহাসড়কের এই অংশে পিচ গলে পুরো রাস্তা নরম হয়ে এবড়ো-থেবড়ো হয়ে ড্রেনের মতো সরু গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে মহাসড়ক, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।