চা বাঙালির ভীষণ প্রিয়। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়া বাঙালির চিরাচরিত অভ্যাস। তবে শুধু বাঙালিই নয়, বিশ্বের বহু মানুষেরই চা প্রিয় পানীয়। এমন অনেকেই আছেন, যারা দিনে ৪-৫ কাপ চা না খেলে স্বস্তি পান না। কিন্তু আপনি হয়তো জানেনই না, যে চা খাচ্ছেন তাতে আদৌ কোনও পুষ্টিগুণ নেই।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ভেজাল খাবার খাওয়ার ফলে মানুষ স্নায়বিক, পাচনতন্ত্র এবং শ্বাসযন্ত্র সম্পর্কিত বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত হচ্ছে।
তাই বাজার থেকে আপনি যে চা পাতা কিনে আনছেন তা কি আসল নাকি ভেজাল মিশ্রিত, তা নিশ্চিত হওয়াটা জরুরি। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভেজাল চা পাতা শনাক্ত করার খুব সহজ একটি উপায় রয়েছে। উপায়টি জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)।
চা পাতায় ভেজাল শনাক্ত করার উপায় :
> প্রথমে একটি ফিল্টার পেপারে অল্প করে চা পাতা ছড়িয়ে দিন।
> এরপর চা পাতা ও পেপারের উপর অল্প পানি ছিটিয়ে দিন।
> এবার কলের নিচে ফিল্টার পেপারটি ভালো করে ধুয়ে নিন।
> ভেজা কাগজটি এবার আলোর সামনে ধরে পেপারের দাগগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
> চা পাতায় ভেজাল থাকলে কাগজের উপর কালো বা বাদামী রঙের দাগ ফেলবে। চা পাতা ভেজালহীন হলে ফিল্টার পেপারে কোনো দাগ দেখা যাবে না।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম
কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২
মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত