ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের জাবালিয়ায় নিজেদের ট্যাঙ্কের গোলার আঘাতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, বুধবার ভুলে নিজেদের গোলার আঘাতে পাঁচ সেনার মৃত্যু হয়।
বিবিসি বলছে, জাবালিয়ায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে গত শনিবার থেকে সংঘর্ষ চলছে। সেখানকার হাজার হাজার বাসিন্দা এরইমধ্যে অন্যত্র পালিয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি এই হামলায় নিহত হয়েছে, যাদের এক তৃতীয়াংশই শিশু।