১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারির আলটিমেটাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। সীমান্তের ওপারে পাঠানো সেই খুনি হাসিনা আর ফিরবে না।”
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা, সাধারণ শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ।
হাসনাত বলেন, “এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি-জামায়াতসহ বিরোধী দল ও ইসলামী অ্যাক্টিভিস্টদের বাকস্বাধীনতা হরণ করেছে। এখনও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সিন্ডিকেট রয়ে গেছে। আমরা পিলখানা হত্যাকাণ্ডসহ গত ১৬ বছরের গুম ও খুনের বিচার চাই।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। জেলায় জেলায়, মহল্লায় গিয়ে মানুষের কথা শুনুন এবং তাদেরকে আন্দোলনে সম্পৃক্ত করুন।”
শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না।”
১৫ জানুয়ারির কর্মসূচি সামনে রেখে তিনি বলেন, “এই ঘোষণাপত্র জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। আমাদের লক্ষ্য ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো।”
এদিন সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারণ্য হয়ে ওঠে। বিভিন্ন জেলা থেকে আসা মানুষ এ সমাবেশে যোগ দেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।