বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন কিন্তু দানবকে সরানো যাচ্ছে না। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী আমার একজন অভিভাবক ছিলেন। তিনি শুধু আমার নয়, পুরো জাতির অভিভাবক ছিলেন। তিনি নিজেই একজন বিপ্লব। তিনি কখনো হতাশ হননি, তিনি কখনো থেমে থাকেননি। তিনি আজীবন যুদ্ধ করে গেছেন, তার জীবনটাই যুদ্ধের জীবন। তিনি একটা নতুন পৃথিবী চেয়েছিলেন, নতুন সমাজ চেয়েছিলেন। সেই লক্ষ্যে তিনি দেশের সব দেশপ্রেমী মানুষকে একত্রিত করে দেশের জন্য কাজ করেছেন।’