বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা ছাত্রদলের ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেইসাথে তারা দেশের সব কিছুকে ধ্বংস করে দেয়। জনগণের আন্দোলনের মুখে আজ দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে। এখন আমাদের সব থেকে বেশি যেটি প্রয়োজন সেটি হলো জাতীয় ঐক্য।
তিনি আরও বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছি। ছাত্র আন্দোলনে শেখ হাসিনা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে।