আজ ১৯—জানুয়ারি, স্বাধীনতার ঘোষক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানায়ক, বাংলাদেশের
আধুনিক উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির রূপকার, বিএনপির—প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী।
১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব ও কৈশোর কাটে বগুড়ায়। জীবনের শুরুতে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান হিসেবে অসামান্য বীরত্ব প্রদর্শন করেন।
১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি গণতন্ত্র, উন্নয়ন, এবং স্বনির্ভরতার রাজনীতি শুরু করেন। কৃষি, শিল্প, এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে তার নেওয়া কার্যক্রম আজও প্রাসঙ্গিক।
শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রেরণার অবিস্মরণীয় নাম —জিয়াউর রহমান।
মহান নেতার জন্মবার্ষিকীতে তার আদর্শকে স্মরণ করে জাতীয়তাবাদী রাজনীতির প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হই।