ঢাকা: উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আজ (রোববার) রাতে বৈঠকে বসবেন। বৈঠকটি রাত ৮টায় রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় বিশেষায়িত এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। সেখান থেকে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন। দেশে ফেরার পথে তাঁর পবিত্র ওমরাহ পালন করার কথাও রয়েছে।
এই যাত্রার জন্য ১৬ জনের একটি সফরসঙ্গী তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সফরসঙ্গীদের মধ্যে পারিবারিক সদস্য ও ব্যক্তিগত চিকিৎসকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এর আগে, ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া এবং চিকিৎসা শেষে ১৮ অক্টোবর দেশে ফিরেছিলেন। সে সময় তিনি যুক্তরাজ্যের চিকিৎসক ডা. হ্যাডলি ব্যারির অধীনে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। দুই বছর কারাগারে থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তাঁকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে প্রতি ছয় মাস অন্তর তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।
বয়স ৭৯ বছর হওয়া খালেদা জিয়া বর্তমানে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। তাঁর বিদেশ যাত্রার খবর প্রকাশের পর গত ২ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুবার কারাবন্দি হয়েছেন। সর্বশেষ ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাহী আদেশে তাঁকে মুক্তি দেওয়া হয়।
প্রতিবেদন: নাজমুল রনি