স্মার্টফোনের বৈশ্বিক বাজারের ২০ শতাংশ নিয়ন্ত্রণ দুই প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ও অ্যাপলের হাতে। তবে সামগ্রিকভাবে বাজারজাতের দিক থেকে এগিয়ে রয়েছে স্যামসাং। গত ১০ বছরে ৩০০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি, যা অ্যাপলের তুলনায় ৩৩ শতাংশ বেশি।
প্রযুক্তিবিষয়ক সাইট গিজচায়না জানায়, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার স্যামসাং ও অ্যাপলের মধ্যে ১৪ বছরের বেশি সময় ধরে বাজার প্রতিযোগিতা চলে আসছে। এর মধ্যে গত ১০ বছরে কোম্পানি দুটির স্মার্টফোন বিক্রির তথ্য বড় ধরনের পার্থক্যের বিষয়টি তুলে ধরে।
আইডিসির সাম্প্রতিক তথ্যের বরাতে অল্টইনডেক্স জানায়, ২০১৪-২৪ সাল পর্যন্ত স্যামসাং ৩০০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। এটি একই সময়ে অ্যাপলের বিক্রি করা স্মার্টফোনের তুলনায় ৭০ কোটি ইউনিট বেশি। ২০১৪-২২ সালের মধ্যে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি তুলনামূলকভাবে কমে। তবুও অ্যাপলের তুলনায় এগিয়ে আছে স্যামসাং।
২০১৪ সালের স্যামসাংয়ের বার্ষিক পণ্য বিক্রির পরিমাণ ছিল ২৯ কোটি ২৩ লাখ ইউনিট। ২০২২ সালে তা ২৫ কোটি ৮০ লাখে নেমে আসে। কিন্তু এরপরও কোম্পানিটি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময়ের আগে এস টোয়েন্টি ফোরসহ গ্যালাক্সি এ সিরিজের ডিভাইস বাজারজাতের মাধ্যমে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে স্যামসাং।
এদিকে বাজার হিস্যার দিক থেকে স্যামসাংয়ের কাছাকাছি অবস্থানে রয়েছে অ্যাপল। ২০১৪ ও ২০১৫ সালের আইফোন বিক্রি ২০ শতাংশ বেড়ে ২৩ কোটি ১০ লাখ ইউনিট ছাড়িয়ে যায়। কিন্তু এরপর টানা চার বছর কোম্পানির বিক্রি নিম্নমুখী ছিল। ২০১৯ সালে কোম্পানির বার্ষিক বিক্রি ১৯ কোটি ইউনিটে নেমে আসে। এর পরের বছর থেকে আইফোন বিক্রি আবার বেড়ে যায়। ২০২২ সালে ২২ শতাংশ বেড়ে ২৩ কোটি ১৮ লাখ আইফোন ইউনিট বিক্রির রেকর্ড গড়ে কোম্পানিটি।